এবছর চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৪, চাল ৩৪ ও গম ২৮ টাকা দরে কিনবে সরকার।
রবিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আগামী ২ মে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হবে। সরকার ধান-চাল কেনার মূল্য কৃষককে সরকারি অ্যাকাউন্ট ফে চেকের মাধ্যমে পরিশোধ করবে। যাতে মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম না থাকে। কৃষকরা যাতে উচিত মূল্য পায়। এর বাইরে ২৮ টাকা কেজি দরে এক লাখ টন গম কেনা হবে।
গত বছর ২৩ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান এবং ৩২ টাকা কেজিতে ৬ লাখ টন চাল কিনেছিল সরকার।
বৈঠকে আরও উপস্থিতি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকট কামরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২১০৭/মাহবুব