হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন তিনদিনের জন্য স্থগিত করেছেন আদালত। রবিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী সাংসদ রানার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন বেঞ্চ তিনদিনের স্থগিতাদেশ দেয়।
আগামী ১৮ এপ্রিল একই বেঞ্চে আবেদনটির ওপর পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানা গেছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী জানিয়েছেন, আদালতের আদেশ বাদীর আইনজীবী সৈয়দ মাহবুবুর রহমানকে নোটিসের মাধ্যমে এবং ফোন করে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর হাই কোর্ট বেঞ্চ। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না মর্মে রুলও দেন আদালত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ