বাংলাদেশে গতকাল থেকে ফেসবুকে শুদ্ধি অভিযান চালিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এসময়ে বন্ধ করা হয়েছে অনেক ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট। আর এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বাংলাদেশের খ্যাতিমান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নামে খোলা ভুয়া ফেসবুক পেইজের পাশাপাশি ভুয়া অ্যাকাউন্টও বন্ধ করছে ফেইসবুক কর্তৃপক্ষ।
রবিবার তারানা হালিম জানান, বাংলাদেশ সরকারের অনুরোধে সাড়া দিয়েই এ ব্যবস্থা গ্রহণ করেছে ফেইসবুক। তিনি আরো বলেন, “আমাদের পাওয়া বিভিন্ন ফেইক আইডিগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, ওগুলো বন্ধের কাজ চলছে। তারা (ফেসবুক) নিজ উদ্যোগেও কিছু করছে। “আমরা যেগুলো পাঠিয়েছি সেগুলো শুধু ভিআইপিদের।”
এর আগে দেশের ভিআইপি ও সংসদ সদস্যদের নামে খোলা ভুয়া ‘ফেসবুক পেইজগুলো’ শিগগিরই বন্ধ করে দেওয়া হবে বলে গত ১০ এপ্রিল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। সংসদ সদস্য ও ভিআইপিদের পেইজগুলো ‘ভেরিফায়েড’ হয়ে গেলে তাদের নামে থাকা অন্য পেজগুলো ‘ভুয়া হিসেবে’ চিহ্নিত হবে বলে সে সময় জানান তিনি।