শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন যাতে তিস্তা চুক্তি না হয় বিএনপি সেই চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, “আসলে তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয়, এর জন্য যত রকমের চেষ্টা আছে তা করে যাচ্ছে বিএনপি। কথায় বলে, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’। মোট কথা তাদের উদ্দ্যেশ্য তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয়, এটাই তাদের লক্ষ্য।”
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব