সোমবার সন্ধ্যার মধ্যে উপকূলীয় জেলাগুলোর নিচু অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
ঘূর্ণিঝড় ‘মোরা’ এগিয়ে আসায় সচিবালয়ে এক জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা এ কথা জানান।
জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাই সতর্ক আছেন। উপদ্রুত এলাকার মানুষের জন্য চাহিদা অনুযায়ী সকালেই খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান গোলাম মোস্তফা।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম বলেন, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি আমরা সব সময় ফলো করছি, স্টেকহোল্ডারদের সঙ্গে বসে তা আপডেট করছি। এ অবস্থায় দুর্যোগ মোকাবেলায় আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন