বিনা নোটিশে রাজধানীর গুলশান-২ এর ১৫৯ নম্বরের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মওদুদ আহমদ নিজেই এ রিটটি দায়ের করেন। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের নেতৃত্বে যৌথ বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানাে গেছে।
রিটে গুলশানের বাসায় থেকে উচ্ছেদের বৈধতা ও নোটিশ না দেয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।
এর আগে, বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাসায় অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় দীর্ঘ তিন যুগ ধরে বাড়িটিতে সপরিবারের বাস করে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘কি আর করবো? রাতে ফুটপাতে শুয়ে থাকবো’।
বিডি-প্রতিদিন/০৮ জুন, ২০১৭/মাহবুব