পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ রাজধানীর রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, ঘরমুখো যাত্রীদের ভ্রমণ সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮ টা থেকে এ টিকিট বিক্রি শুরু হবে। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে প্রথম দিন অর্থাৎ ১২ জুন দেয়া হবে ২১ জুনের টিকিট। এরপর ১৩, ১৪, ১৫ ও ১৬ জুন যাত্রীরা যথাক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ জুনের টিকিট কাটতে পারবেন বলে জানান রেলমন্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার