৩৮তম বিসিএসের আবেদন পদ্ধতি এবং প্রশ্ন কাঠামোতে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। বিসিএসের আবেদনপত্র অনলাইনে সম্পন্ন করা হবে জানিয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক আজ বলেন, স্থায়ী ও বর্তমান ঠিকানার পাশাপাশি আবেদনের সময় এবার জাতীয় পরিচয়পত্র নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নম্বর ছাড়া কাউকে অনুমোদন করা হবে না।
পিএসসির চেয়ারম্যান বলেন, ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি প্রায় শেষ। আগামী সপ্তাহে না হলে পরের সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩৮তম বিসিএসে ক্যাডার পদে একুশ’শ প্রার্থী নিয়োগ করা হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার