বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার বিকালে তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
অ্যাপোলো হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এর আগে, সোমবার রাত ৯টায় রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবনে অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দুলুকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/ফারজানা/মাহবুব