নির্যাতনকারী গৃহকর্ত্রী নওরীন জাহান নদীর যাবজ্জীবন কারাদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে আদুরী। কয়েক বছর আগে নির্যাতন করে মৃত ভেবে গৃহকর্মী আদুরীকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন গৃহকর্ত্রী নদী। মঙ্গলবার দেয়া ওই রায়ে খুশি আদুরীর মা সাফিয়া বেগম, খালা শাহিনুর বেগম, মামা নজরুল চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরাও।
২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর ডিওএইচএসের ডাস্টবিন থেকে আদুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতনের ঘটনায় আদুরীর মামা নজরুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেন। পরে ২৬ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি গৃহকর্ত্রী নওরীন জাহান নদীকে গ্রেফতার করে পুলিশ।
আদুরীর পক্ষে মামলা পরিচালনাকারী করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী ও আইনজীবী অ্যাডভোকেট ফাহমিদা আক্তার রিংকি।
বিডি প্রতিদিন/১৮ জুলাই, ২০১৭/ফারজানা