রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তদন্ত শেষ পর্যায়ে। খুব শীঘ্র চার্জশিট দেয়া হবে। এ মামলা-সংশ্লিষ্ট ফরেনসিক প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারি এবং ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়। জঙ্গিরা ১৮ বিদেশিসহ ২২ জনকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে পুলিশের দুই কর্মকর্তাও ছিলেন।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয় জঙ্গি সোহেল মাহফুজকে। ডিএমপি কমিশনার জানান, বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এই হামলায় সোহেলের জড়িত থাকার তথ্য মিলেছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/ফারজানা