৩৫তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ ১৫ প্রার্থীকে তলব করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫ প্রার্থীর নিয়োগ সুপারিশ স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এমন সিদ্ধান্ত নেয় পিএসসি। এ কারণে ৩৫তম বিসিএসে ক্যাডার পদে পিএসসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের নামের তালিকা উল্লেখ করা হয়নি। স্থগিত উত্তীর্ণ ১৫ ব্যক্তির নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী ২৪ জুলাই সকাল ১১টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগারগাঁও পিএসসি অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৭/আরাফাত