মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে আরও দু'দিন বিরামহীন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টির মাত্রা বেশি বলেও জানানো হয়েছে।
বৃষ্টির কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া ও কুমিল্লার নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য নৌবন্দরকে ১ নম্বর সতর্কতা-সংকেত দেখানোর কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে, ১১০ মিলিমিটার। একই সময় ঢাকায় ৯৪, মাদারীপুরে ৮৪, গোপালগঞ্জে ৭৩, ভোলায় ৮৯, ফেনীতে ৪৫, খুলনায় ৩১ ও চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ