রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, “আজকে যখন নাকি কসাইয়ের মতো মানুষ কাটছে মিয়ানমারে, তখন ভারত বললো আমরা মিয়ানমারের পাশে আছি। আবার এখন ভারত বলে রোহিঙ্গা সমস্যায় আমরা বাংলাদেশের পাশে আছি।''
তিনি জোর দিয়ে বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, রোহিঙ্গা ইস্যুতে আমাদের কারো পাশে দরকার নাই। এখন ইস্যু হলো মিয়ারমান ইস্যু, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যু।”
রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য আ স ম হান্নান শাহের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়ারও সমালোচনা করেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ বলেন, ‘‘যখন মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো শুরু করলো, তখন যদি আমাদের সরকার একটা কঠিন অবস্থান নিত তাহলে মিয়ানমারের সাধ্য ছিলো না তাদেরকে বাংলাদেশে পাঠানোর।”
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৭/মাহবুব