মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ভেলায় চড়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠিয়েছে কোস্ট গার্ড। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপ এলাকা দিয়ে আসার সময় রোহিঙ্গাবোঝাই ভেলাটি আটক করা হয়।
সম্প্রতি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সমঝোতা চুক্তি সাক্ষরিত হলেও এখনও বন্ধ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ। প্রতিদিনই আসছে নতুন রোহিঙ্গা।
অথচ, চুক্তি অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গা ফেরতের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হওয়ার কথা।
কোস্টগার্ড হেডকোয়ার্টারের গোয়েন্দা পরিদপ্তরের মিডিয়া উইং হতে এল এস আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নদী ও স্থল সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রবেশ করছে। আজ দুপুরে একটি ভেলা নাফ নদী দিয়ে আসতে দেখে টহলরত কোস্টগার্ড তাদের আটকায়। সেখানে ১৬ জন রোহিঙ্গা ছিল। পরে তাদেরকে একইপথে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ