পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমানবিক চুল্লী ফাউন্ডেশনের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার তিনি এ কাজের উদ্বোধন করবেন।এর মধ্য দিয়ে বহুল কাঙ্খিত এই বিদ্যুৎ কেন্দ্রটির মূল নির্মাণকাজের সূচনা ঘটবে।
এদিকে এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুপপুর উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী আজ একটি বর্ণাঢ্য ‘ফ্লাশ মব’ প্রদর্শনীর আয়োজন করে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমানবিক সংস্থা রোসাটমের বাংলাদেশ অংশের দায়িত্বপ্রাপ্ত সূত্র জানায়, শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ ও লাল রঙের টি-শার্ট ও টুপি পরে স্কুল মাঠে ‘আই লাভ রুপপুর’ শীর্ষক একটি ফিগার তৈরি করে। আর ফ্ল্যাশ মবটি ড্রোন ক্যামেরার সাহয্যে ধারন করা হয়।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/হিমেল