প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় চলমান রোহিঙ্গা সংকট সমাধানের পথ প্রশস্ত করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসি-তে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর অসাধারণ রাজনীতি ও কূটনৈতিক বুদ্ধিমত্তার ফলে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট জটিল ইস্যুর সমাধানের পথ প্রশস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর উত্থাপিত ৫ দফা প্রস্তাব ছিল রোহিঙ্গা সমস্যার সমাধানে একটি স্থায়ী সমাধান।’
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করলে গত ২৫ আগস্ট থেকে সীমান্ত অতিক্রম করে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।
এর আগে নাসিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনকৃত চ্যান্সেরি বিল্ডিং পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম