সমাজের মূল উন্নয়নের ধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা জাতির নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ডিজএবিলিটি ইনক্লুসন ইনিশিয়েটিভ ইন বাংলােেদশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
কানাডা সরকারের অর্থায়নে বাংলাদেশ স্কিলস ফর প্রোডাকটিভিটি (বি-সেপ) প্রকল্পের সহায়তায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে প্রতিবন্ধীদের ভর্তির জন্য শতকরা ৫ ভাগ কোটা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। সবাইকে আরো সচেতন হতে হবে এবং প্রতিবন্ধীদের সহায়তা করতে হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং আইএলও’র চিফ টেকনিক্যাল এডভাইজার কিশোর কুমার সিং বক্তৃতা করেন।
পরে মন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তকরণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নির্দেশিকার (গাইড) মোড়ক উন্মোচন করেন।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম