নির্বাচনে না এলে অস্তিত্ব-সংকটে পড়বে বিএনপি মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন হবে সরকারের অধীনে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করা হবে। আর সেই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তবে নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না সেটা নিতান্তই তাদের ব্যাপার। তবে নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব-সংকটে পড়বে। আজ দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রো ক্যারিয়ার এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী একথা বলেন।
তিনি আরো বলেন, এবার উত্তরাঞ্চলে বন্যা না হলে আমাদের খাদ্য ঘাটতি পড়তো না। কারণ ইতোমধ্যে আমরা খাদ্য রফতানি শুরু করেছিলাম। এরপরও আমরা এগিয়ে যাচ্ছি। যারা কৃষিপণ্য আমদানি করবে, সরকার তাদের নগদ ২০ শতাংশ আর্থিক সহায়তা দিবে। কেননা কৃষিছাড়া একটি দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার