ঘন কুশায়ার কারণে দুর্ঘটনা এড়াতে মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বিআইডব্লিটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া
তিনি বলেন, ভোরের দিকে হঠাৎ করেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে পদ্মায় নৌ চলাচলের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে এলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান আব্দুস সালাম মিয়া।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/মাহবুব