কুয়াশা কেটে যাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্রে জানা যায়, কুয়াশা কেটে যাওয়া সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম