মৌরভীবাজারের ভাটেয়ায় আজ বৃহস্পতিবার জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর পুনরায় রেল যোগাযোগ শুরু হয় বলে জানিয়েছেন সিলেট রেলস্টেশন ম্যানেজার আবদুর রাজ্জাক।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেসের একটা বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম