বিগত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁনকে আটক করেছে পুলিশ। এর আগে সকালে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়।
সিলেটের অভিমুখে খালেদা জিয়ার গাড়িবহর কিছুক্ষণ আগে নরসিংদী পার হয়েছে। রাস্তার দু্ই পাশে বিএনিপ চেয়ারপার্সনকে অভিনন্দন জানাতে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে।
জানা গেছে, নরসিংদীর শিবপুরে খালেদা জিয়ার গাড়িবহর লক্ষ্য করে আওয়ামী লীগ জুতা মিছিল ও বিক্ষোভ করেছে। এ সময় বিএনপি কর্মীদের ভিড় সামলাতে পুলিশ ওই স্থানে লাঠিপেটা করেছে বলেও জানা গেছে।
সর্বশেষ পাওয়া খবর থেকে জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহর থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য সোমবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়ার গাড়িবহর সিলেটের উদ্দেশে রওনা হয়।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব