প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। সোমবার দুপুর ৩টার দিকে বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে পৌঁছালে সুইস প্রেসিডেন্টকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।
একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন শেখ হাসিনা ও বেরসে। এরপর যৌথ বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী ও সুইস রাষ্ট্রপতি।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বেরসে।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা