আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান রাষ্ট্রপতিও মো. আবদুল হামিদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে প্রার্থী আবদুল হামিদের দেওয়া মনোনয়নপত্র থেকেই এইচএম এরশাদের প্রস্তাবক হওয়ার বিষয়টি জানা যায়।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, প্রতিনিধিদলটি মোট তিনটি মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে প্রথমটিতে প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সমর্থক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দ্বিতীয়টিতে, প্রস্তাবক সমাজকল্যাণমন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সমর্থক আ স ম ফিরোজ। এবং তৃতীয়টিতে প্রস্তাবক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং সমর্থক আতিউর রহমান আতিক।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে একজন সংসদ সদস্য প্রস্তাবক এবং একজন সংসদ সদস্যকে সমর্থক হতে হয়। আর একই ব্যক্তি সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দিতে পারেন। যে কোনো একটি বাছাইয়ে বৈধ হলেই অন্যগুলো বাদ হয়ে যায়।
বিডিপ্রতিদিন/ ০৫ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান