আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আগামী ৮ তারিখে বিএনপি নেত্রী খালেদা জিয়ার এতিমদের টাকা আত্মসাতের দুর্নীতি মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। এই দেশে আইন সবার জন্য সমান। আইনের চোখে আপনি অপরাধি হলে শাস্তি আপনাকে পেতে হবে। রায়ের আগে পরে দেশে যেকোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে জনগণ তা মেনে নেবে না। আজ সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
হানিফ আরো বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। এই মামলা হয়েছে তত্ত্বাবদায়ক সরকারের সময়। আমরা বলেছি এই মামলায় আদালতোর মাধ্যমে বেগম জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করুক। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমাদের কোন আপত্তি নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, হজরত শাহজালাল মাজার জিয়ারত করতে গিয়ে আপনি বলেছেন দেশের মানুষের চোখের ভাষা বুঝতে হবে। এই দেশের ১০-১৫ হাজার মানুষের চোখের ভাষা দিয়ে ১৬ কোটি মানুষের চোখের ভাষা বোঝা যায় না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে দেশের জনগণ আছে।
বিএনপি নেত্রীর দৈনতা থেকে এতিমের টাকা আত্মসাত করেছেন দাবি করে হানিফ বলেন, আপনি এতই দৈনতায় ছিলেন যে আপনার এতিমের টাকা আত্মসাত করতে হয়েছে। এতিমের টাকা আত্মসাত করা ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি মানুষের কর্মের ফল আখিরাতে পেতে হবে। এতিমের টাকা আত্মসাত করতে কুন্ঠাবোধ হয় না।
ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকা জেলার শিক্ষকদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হানিফ।
বিডি প্রতিদিন/এ মজুমদার