আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার দিন আওয়ামী লীগ রাজপথে থাকবে না বলে জানিয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, রায় ঘোষণার দিন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাস্তায় নামবেন না।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘৮ ফেব্রুয়ারি খালেদা খালাসও পেতে পারেন, আবার সাজাও হতে পারে। এটা আদালতই ভালো বলতে পারবেন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব