ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সোয়া ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং ট্রেন-ট্রাকের সংঘর্ষে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর থেকে মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি রয়ে গেছে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল