বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
বুধবার দুপুরে ডিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, রাস্তার ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো ধরনের সমাবেশ ও মিছিল করা যাবে না। কিন্তু কেউ যদি যান চলাচলে বাধা না দিয়ে ও জনগণের ভোগান্তি না সৃষ্টি করে গণতান্ত্রিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচি পালন করে তাহলে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা