স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্য কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
আরও পড়ুন: আরও তিন মামলায় গ্রেফতার খালেদা
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তেজগাঁও ও শাহবাগ থানায় করা দুটি এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা নাশকতার মামলায় 'শ্যোন অ্যারেস্ট' দেখানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আরও বলেছেন, শাহবাগ ও তেজগাঁও থানার দুইটি মামলায় খালেদা জিয়াকে হাজির করার দিন ধার্য করা হয়েছে। এছাড়া তাকে কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। দেখানো হবেও না যদি তিনি সময়মতো আদালতে হাজির হন। এখানে আমাদের কিছু করার নেই।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা