খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৭ দিন আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দুই সিটি কর্পোরেশনেই দলীয় চিহিৃত প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহার ও ইভিএম ব্যবহারে আপত্তি জানিয়েছে দলটি।
সেই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মিডিয়াকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি।
খালেদা জিয়ার মুক্তি ছাড়া একাদশ নির্বাচনে দলটি অংশ নিবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন