আগামী ২০১৮-১৯ অর্থবছরে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের পেছনে ব্যয় হতে পারে ৮ হাজার ২০০ কোটি টাকা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট আলোচনায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
গত আগস্টের পর থেকে মিয়ানমার সেনবাহিনীর অভিযানের মুখে পড়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এখনো থেমে থেমে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। সবমিলিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখেরও বেশি।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা