রাজধানীর গেন্ডারিয়া ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে দুই এএসআই ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযানে গেলে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান।
ওসি বলেন, গোপন সংবাদ ছিল একটি ইয়াবার বড় চালান নিয়ে আসা হচ্ছে। ঘুন্ডিঘোরের একটি বাসায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি পেয়ে টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশও গুলি ছোড়ে।
ওসি মিজান বলেন, ঘটনার পর পলাতক ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন