রড ও সিমেন্টের দাম কমাতে স্টেক হোল্ডারদের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক চলছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোন রকম হয়রানি ও প্রতিবন্ধকতা ছাড়াই নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক যাতে গন্তব্যে পৌঁছতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রমজান মাসে চিনি, তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৭তম বৈঠকে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পর্যালোচনা করে এ সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী। বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, মো: ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু এবং মোহাম্মদ হাছান ইমাম খাঁন বৈঠকে অংশ নেন।
সভার কার্যপত্র থেকে জানা যায়, রড ও সিমেন্টের দাম কমাতে এরমধ্যে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করেছেন। পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক চলছে। উভয় মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত পাথরের শূল্ক কামনোর সুপারিশ করা হয়।
সংসদ সিচাবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, রমজান মাসে টিসিবি কমদামে খোলা বাজারে তেল, চিনি, ছোলা, ডাল, খোরমা খেজুর বিক্রি শুরু করার পর এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শুরুতে প্রতি কেজি ছোলা ৮৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কমিটি ভোক্তাদের স্বার্থে উত্তরাঞ্চলে গড়ে ওঠা ছোট চা বাগানের জন্য চায়ের টেস্টিং ল্যাবসহ অকশন কেন্দ্র স্থাপনের সুপারিশ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার