খালেদা জিয়াকে ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা দেশ নেত্রীকে ছাড়া কোনো নির্বাচনে যাব না। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান প্রমুখ।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
বর্তমান নির্বাচন কমিশন (ইসি) বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে বলেও দাবি করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা একটি ঐক্য গড়ে তুলি, আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং গণতন্ত্রের মাতাকে মুক্ত করে আনি।’
দেশ এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'দেশে মানুষের কোনো অধিকার নেই। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৮/মাহবুব