২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন আর হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ প্রয়োজনীয় উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। সরকার শুধু সহযোগিতা করবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটিয়া বাইপাস সড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সব দলকে নির্বাচনে আনতে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে লেভেল প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন