সিলেট হাইটেক পার্ক নির্মাণে প্রবাসীদের বিনিয়োগ আনতে মন্ত্রণালয়ের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। দুইমাস আগে এই পার্ক স্থাপনে প্রবাসী বিনিয়োগ আনতে সিলেট চেম্বার অব কমার্সকে নিয়ে লন্ডন ও নিউইয়র্কে বসবাসকারীদের আকৃষ্ট করতে আলাদা আলাদা সেমিনার করার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। কিন্তু মন্ত্রণালয় বা প্রকল্প পরিচালক এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এতে ক্ষোভ প্রকাশ করে কমিটির সদস্যরা।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুত্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমদ। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশ নেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, সিলেট হাইটেক পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার