সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন। আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এরইমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনগত কার্যক্রম অব্যাহত আছে।
মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার