ছাত্র-ছাত্রীদের আন্দোলনে উস্কানিদাতা হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মওদুদ আহমদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেসক্লাবে রবিবার শেখ কামালের ৭০তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
সংগঠনের উপদষ্টা পরিষদের সদস্য লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক রাষ্ট্রদূত সাহেদ রেজা, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইসমত কাদির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা শাহ আলম, বৃষ্টি রাণী সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/০৫ আগস্ট ২০১৮/আরাফাত