বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও নাশকতার অভিযোগে দায়ের করা ১১ মামলার শুনানি পিছিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার বকশীবাজারের অস্থায়ী আদালতে মামলাগুলোর শুনানি হওয়ার কথা ছিলো। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস নতুন এদিন ধার্য করেন।
২০১৫ সালের জানুয়ারি থেকে থেকে ২০১৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত এ মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে দায়ের করা ৮ মামলা ও যাত্রবাড়ী থানার দুই মামলা এবং ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৮/মাহবুব