জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আজ ঢাকায় এসেছেন। আজ দুপুর ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে দুই দিনের সফরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো আজ মঙ্গলবার ঢাকায় এসেছেন। এই সফরে রোহিঙ্গা ইস্যুসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার