ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. নাসির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ জারি করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় গত বছরের ৩১ ডিসেম্বর একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। ১৫ মার্চ তথ্য মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।
মো. নাসির উদ্দিন আহমেদ বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকুরি জীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের ১০টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া পরিবার পরিকল্পনা অধিদফতর, বাংলাদেশ বেতার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।
মো. নাসির উদ্দিন আহমেদ ১৯৬০ সালে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে এল.এল.বি ও এমবিএ ডিগ্রী লাভ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা