আগামীতে যেন কোন ভাবেই প্রশ্নপত্র ফাঁস না হয় সে জন্য পদ্ধতিগত পরিবর্তন আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে মাঠ পর্যায়ে বিদ্যালয়গুলিতে পরিদর্শনের মাধ্যমে শিক্ষার গুণগত মানের বিষয়ে তদারকির পরামর্শ দেওয়া হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম সভায় এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মো. ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জানানো হয় যে, সৃজনশীল পদ্ধতির বিষয়ে শ্রেণিকে যথাযথ পাঠ দানের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে ১ লাখ ৬৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চলছে। এরমধ্যে ১ হাজার ৬৯২জন প্রশিক্ষণ লাভ করেছেন।
বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার