জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম নামাজের জানাজা মঙ্গলবার বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বুধবার (১৫ আগস্ট) দ্বিতীয় নামাজের জানাজা কুড়িগ্রামে মরহুমের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এর আগে কুড়িগ্রাম-২ আসনের এই সংসদ সদস্যকে রবিবার (১২ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল