পুরো মাসের কাজের ওপর ভিত্তি করে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর জুলাইয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিতুল ইসলাম (সিপিসি-১)।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজিনগর র্যাব-১১ ব্যাটালিয়ন ক্যাম্প দরবারে তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর কোম্পানি ভারপ্রাপ্ত কমান্ডার মেজর আশিক বিল্লাহ বলেন, র্যাব-১১ এর সিপিসি-১ মুন্সিগঞ্জ ও ঢাকার দোহার নবাবগঞ্জ, সিপিসি-২ কুমিল্লা ও চাঁদপুর, সিপিসি-৩ নোয়াখালী ও লক্ষীগঞ্জ, সিপিএসপি- নারায়ণগঞ্জ নরসিংদী, সদর কোম্পানি জেলাগুলোর সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখে। এরপর পুরো মাসের কাজের ভিত্তিতে নির্বাচিত করা হয় শ্রেষ্ঠ কর্মকর্তা।
তিনি আরও জানান, সিপিসি জেলাগুলোর ১৮ জন কর্মকর্তার মধ্যে ওই পর্যালোচনার ভিত্তিতেই জুলাই ২০১৮ তে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল ক্যাম্পের এএসপি মহিতুল ইসলাম (সিপিসি-১) নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম