রাজধানীর মতিঝিলে জোছনা বেগম (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী স্বপন মিয়াকে (৪০) আংশিক গলাকাটা অবস্থায় এবং ঘুমের ওষুধ খাওয়ানো দুই শিশু সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিঝিলের গোলাপবাগের নিজেদের ভাড়া বাসা থেকে জোছনার মরদেহ এবং তার স্বামী-সন্তানকে উদ্ধার করা হয়।
তার চাচাতো ভাই আবদুল করিম জানান, তাদের কলহের খবর পেয়ে আমরা তাদের বাসায় ছুটে গিয়ে দেখি জোছনা ফ্যানের সঙ্গে ঝুলছিল। তার স্বামী স্বপন আংশিক গলাকাটা অবস্থায় এবং দুই সন্তান ইফতি ও তোহা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন