আগামী একাদশ সংসদ নির্বাচনের লক্ষ্যে অন্তবর্তীকালীন সরকার কখন এবং কেমন হবে তা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে কারও কোনো কথা বলা উচিত হবে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের রাজশাহী জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এর আগে, বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী ২০ দিনের মধ্যে স্বল্প পরিসরে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। আর আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন হতে পারে।
এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার কখন হবে, এই সরকারের আকার কী হবে, আকারে কতোটা ছোট হবে, মন্ত্রিসভার সদস্য কতোজন হবেন, সব বিষয়ের এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ এ বিষয়ে কিছু জানেন না।
আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ নিশ্চিত হলেও এটা বলার দায়িত্ব আমাদের নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, এটা বলার দায়িত্ব সরকারের নয়, কোনো মন্ত্রীরও নয়। এটা বলার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বিব্রত হয়, এমন কোনো কথা বলা উচিত নয়। নির্বাচন কমিশন বলবে কবে নির্বাচন হবে।
বিডি-প্রতিদিন/০৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব