চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই বজলুর রহমান আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ১০/১৫ দিন যাবৎ বাদীর নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করিয়া আসিতেছে। চাঁদার টাকা না দিলে বাদী ও তার সংগঠনের বিরুদ্ধে মিডিয়াতে খারাপ প্রতিবেদন প্রকাশসহ বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়। এছাড়া ৩ সেপ্টেম্বর ফের দুই লাখ টাকা চাঁদা দাবি করলে বাদী ভয় পেয়ে ১০ হাজার টাকা দেয়। বাকি টাকা পরিশোধের জন্য হুমকি প্রদর্শন করে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করিলে সহযোগী আসামিদের নাম ঠিকানা পাওয়া যাইবে। তাই আসামিকে সাত দিন রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে মিরপুর রোড শ্রমিক কমিটির সড়ক সম্পাদক ও শাহআলী থানার গুদারঘাটের ১৮ নম্বর রোডের ৯ নম্বর বাসার মৃত নওয়াব আলীর ছেলে দুলাল বাদী হয়ে ৪ সেপ্টেম্বর এ মামলা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম