বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) চতুর্থ বৈঠক গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে শ্রম সংস্কার ইস্যুতে উদ্বেগ জানিয়েছে দেশটি। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর এ কথা জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর) মার্ক লিন্সকট।
যদিও বৈঠকের আগেই ঢাকার কর্মকর্তারা বলেন, ২০১৩ সালে স্থগিত হওয়া জিএসপি সুবিধা ফেরত না দেওয়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত। এজন্য তারা এটা ফেরত চাইবে না। কারণ বাংলাদেশ সরকারের কর্মকর্তারা মনে করে, ফিরে পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছিল ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে দেশটি।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের বৈঠকে বাংলাদেশ টিকফা চুক্তির বাস্তবায়ন দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে সরকারের নেওয়া বেশ কিছু উদ্যোগ তুলে ধরা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণেরও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে বালিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চেয়েছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব