Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ অক্টোবর, ২০১৮ ১৫:৫৫
আপডেট : ১১ অক্টোবর, ২০১৮ ১৮:৫৮

রাজশাহীতে আছড়ে পড়ল হেলিকপ্টার, অক্ষত সাগর-ফেরদৌস আরা-ব্রাউনিয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আছড়ে পড়ল হেলিকপ্টার, অক্ষত সাগর-ফেরদৌস আরা-ব্রাউনিয়া

রাজশাহীর গোদাগাড়ীতে চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ছয়জনকে বহনকারী একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

এস-২ এএইচ ডাবলু মডেলের হেলিকপ্টারটিতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী ফেরদৌস আরা, স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া এবং হেলিকপ্টারের পাইলটসহ মোট ছয়জন ছিলেন। অন্য তিনজনের নাম রফিকুল ইসলাম, তুফান আলী এবং পাইলট সৈয়দ সাকের আলী।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলা সদরের আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের একটি অনুষ্ঠান ছিল।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান দুপুরে শেষ হলে চ্যানেল আইয়ের এই দলটি ঢাকায় ফিরছিল। বৃষ্টি ও বাতাসের মধ্যে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংগীতশিল্পী ফেরদৌস আরা এবং ফারজানা ব্রাউনিয়া অক্ষত আছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, ইঞ্জিন স্টার্ট দেওয়ার প্রায় পাঁচ মিনিট পর হেলিকপ্টারটি উড়তে শুরু করে। ২০-২৫ গজ ওপরে ওঠার পর একটি বিকট শব্দ হয়। এরপরই বিক্ষিপ্তভাবে ঘুরতে ঘুরতে হেলিকপ্টারটি নির্মাণাধীন একটি বাড়ির পিলারের ওপর আছড়ে পড়ে। তখনও পাখা ঘুরছিল। ধীরে ধীরে হেলিকপ্টারের আরোহীরা ভেতর থেকে বেরিয়ে আসেন।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম আরও জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈরী আবহাওয়া অথবা ইঞ্জিনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন


আপনার মন্তব্য